সমাজ উন্নয়নে অসামান্য অবদান, নিজের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকূলতাকে জয় এবং নারী উন্নয়ন ও ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রে অবদানের জন্য মানিকগঞ্জের ঘিওরে ৪ নারীকে ‘অদম্য’ পুরস্কার দেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে তাদের হাতে পুরস্কার তুলে দেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিকাতুল ইসলাম।
এ সময় ঘিওর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানা, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, ওসি তদন্ত মো: আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম ও উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক উপস্থিত ছিলেন।
অদম্যরা হলেন- সফল জননী মমতাজ বেগম, সফল জননী নারী সেলিনা আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী অনন্যা রহমান, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে জয় করেছে যে নারী শাহানাজ বেগম।



