খুলনায় ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

রাতে মোটরসাইকেল চালিয়ে মহেশ্বরপাশা খানাবাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
সংগৃহীত

খুলনা মহানগরীতে আল আমিন নামে এক ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন মহেশ্বরপাশার খানাবাড়ি দিঘীর পূর্বপাড়ের সাহেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, আল আমিন রাতে মোটরসাইকেল চালিয়ে মহেশ্বরপাশা খানাবাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে রাস্তার ওপর ফেলে রাখা ওই যুবকের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

দৌলতপুর থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, খুলনা মহানগরীতে ৪৮ ঘণ্টার ব্যবধানে একই ধরনের তিনটি হত্যাকাণ্ড ঘটে।