ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: মো: ফখরুদ্দীন মানিক বলেছেন, ‘নতুন বাংলাদেশে পুরাতন ফ্যাসিবাদ অথবা নব্য কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। জামায়াতে ইসলামীর নেতৃত্বে মানবিক বাংলাদেশের যে স্লোগান উঠেছে আগামী নির্বাচনে নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে তা বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঁঞা উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়ন আয়োজিত ভোটকর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুদ্দীন মানিক আরো বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীরা ইসলামী ছাত্রশিবিরকে আস্থা ও নির্ভরতার ঠিকানা হিসেবে পেয়েছে। যার ফলশ্রুতিতে শত বাধা, হুমকি ধমকির মধ্যে ও ছাত্র-ছাত্রীরা দল মতে ঊর্ধ্বে উঠে ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করেছে। বিশ্ববিদ্যালয় থেকে যে বিজয়ের সূচনা হয়েছে আগামী জাতীয় নির্বাচনেও তা অব্যাহত থাকবে।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন, ইউনিয়ন আমির মাওলানা আব্দুজ্জাহের ,সেক্রেটারি তারেক হাসানসহ স্থানীয় নেতারা।



