বোয়ালমারী (ফরিদপুর)
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরো পাঁচজন।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদরাসার সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সাতৈর ও শেলাহাটি এলাকার বাসিন্দা ও সাতৈর বাজারের ব্যবসায়ী মধু সাহা (৫০) ও নারান সাহা (৫৫)। আহতরা হলেন সঞ্জয় বণিক, নেপাল সাহা, সুজিত সাহা, টুকটুকি ও ভ্যানচালক সুমন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাদির এলাকা থেকে নাম-কীর্তন গান শুনে ব্যাটারিচালিত ভ্যানে করে সাতজন বাড়ি ফিরছিলেন। পথে কানখড়দি মাদরাসার সামনে ফরিদপুরগামী বেপরোয়া গতির একটি ট্রাক ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



