মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাধানগর এলাকায় ব্যাংক এশিয়ার অ্যাজেন্ট ব্যাংকিং শাখার পাশের একটি টিনের ঘর থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম (৯)। আমেনা বেগম তার স্বামী মিজানকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তারা সিরাজদিখান উপজেলার নয়ানগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে মা ও মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ও শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টা থেকে সকাল ১০টার মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ড হতে পারে। নিহতদের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি চৌকোনা কাঠের খণ্ডও উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের স্বামী মিজান ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



