কয়রা (খুলনা) সংবাদ
সুন্দরবন খুলনা রেঞ্জের আওতাধীন ভোরমখালী বন টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে ৮ শ’ কেজি বিষ প্রয়োগ করে ধরা চিংড়ি মাছ, ৫০ কেজি সাদা মাছ ও একটি ট্রলার জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা।
বনবিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক শামীম রেজা মিঠু ও ভোমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের মর্জা নদীর বাওন এলাকা হতে এই অবৈধ চিংড়ি মাছসহ মালামাল জব্দ করা হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শামীম রেজা মিঠু বলেন, ‘সুন্দরবন হতে বিষ প্রয়োগ করে চিংড়ি মাছ মারার পর তা বিক্রি করার উদ্দেশ্যে রওনা হয় একটি চক্র। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করা চিংড়ি মাছ, সাদা মাছ ও একটি ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ি মাছগুলো পচনশীল হওয়ার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ২৪ জুলাই সকালে মাটিতে পুতে তা বিনষ্ট করা হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট সঞ্জয় পাল,এফসিসিও মনিরুল ইসলাম,আইনজীবি, সাংবাদিক, বনবিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।