বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষ যখন ভোটের জন্য অপেক্ষমান, ঠিক সেই সময়ে গণভোটের দাবি জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র। বিএনপির পক্ষ থেকে বার বার বলা হচ্ছে আইনী ভিত্তি প্রদানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তাই জুলাই সনদে স্বাক্ষরও করেছে। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন বেশ কিছু প্রস্তাব ও একপেশে সুপারিশ জবরদস্তিমূলকভাবে জাতির ঘাড়ে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। যা অত্যন্ত দুঃখজনক।’
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত, নোট অব ডিসেন্ট উল্লেখ না করে নতুন সংকটের সৃষ্টি করছে। যার ফলে বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনাকে অর্থহীন, সময়ের অপচয়, প্রহসনমূলক ও জাতির সাথে প্রতারণা বলে প্রতীয়মান হচ্ছে। গণভোটের নামে ষড়যন্ত্র বন্ধ করুন। জাতীয় নির্বাচন বানচালের কোন ষড়যন্ত্র জাতি মেনে নিবে না।’
তিনি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এর আগে তিনি বৃহস্পতিবার দিনভর গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন ও ব্যস্ত সময় পার করেন।
তিনি বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের কুশিয়ারা ডিগ্রি কলেজে প্রেরণা সংঘ কর্তৃক আয়োজিত মেধাবৃত্তির পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, কুশিয়ারা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি রেহান উদ্দিন রায়হান, কুশিয়ারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিতালি দে, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।
এদিকে তিনি বৃহস্পতিবার বিকেলে একাডেমি কাপ গোলাপগঞ্জ ফুটবল লীগ-২০২৫-এর কর্ণফুলী ফুটবল অ্যাকাডেমি কানাইঘাট বনাম গোলাপগঞ্জ ফুটবল একাডেমির মধ্যকার ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বিয়ানীবাজার পি এইচ জি হাই স্কুলে সিবগাতুল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ও নাশিদ সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল খান, জমিয়ত নেতা মাওলানা জালাল উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রদল নেতা শামীম আহমদ, বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি আহমদ ফয়সাল, সাবেক ছাত্রদল নেতা আব্দুস সামাদ তাফাদার বাবেল, বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়ত সভাপতি জাহেদ আহমদ প্রমূখ।
এদিকে বিয়ানীবাজার আলীনগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠন আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মনুহর আলী। আলীনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান ও মহানগর কৃষকদলের শিল্প বিষয়ক সম্পাদক সেবুল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা তানজিল, জিসান, নায়েফ চৌধুরী, মারজান, রাহিম, সাব্বির, সায়েফ চৌধুরী, রিয়াদ, তানভীর, মিজান, শিব্বির ও ফাহিম প্রমূখ।



