কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কতৃক তিন বাংলাদেশীকে অপহরণের প্রতিবাদ এবং আগামী দুইদিনের মধ্যে ফেরত দিয়ে ভারত সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কুলাউড়া আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট আবেদ রাজা।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে কুলাউড়া বিএনপির অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আবেদ রাজা আরো বলেন, ‘মাছ ধরতে সীমান্তে যাওয়ায় বিএসএফ বিনা উসকানিতে তিন বাংলাদেশীকে ধরে নিয়ে ভারতের কারাগারে নিক্ষেপ করে মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। দুইদিনের মধ্যে তাদেরকে ফেরত দিয়ে ক্ষমা চাইতে ভারতের প্রতি তিনি আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন আবেদ রাজা।
এ সময় কুলাউড়া বিএনপির সিনিয়র নেতা শওকতুল ইসলাম শকু, কুলাউড়া বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বদরুল হোসেন খান, মো: শহীদুল্লাহ, শামীম আহমদ ও শফিকুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন।