খুলনা পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রোববার (৩ আগস্ট) সকালে চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার এলাকায় স্থানীয়রা নদীতে লাশটি দেখতে পায়।
পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স ৫৫-৬০ বছর হবে বলে ধারণা হচ্ছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নদীর প্রবাহ ও লাশের অবস্থান দেখে প্রাথমিকভাবে লাশটি অন্যত্র থেকে ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে লাশের ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।