তোপধ্বনির মাধ্যমে মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস পালিত

মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে
মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে ২১ বার তোপধ্বনি, যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম (পিপিএম), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সরকারি হরগঙ্গা কলেজের অধ্যাপক নাজমুন নাহার পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। মুন্সিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

দুপুর ১২টায় মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন নেতাকর্মীদের নিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি সম্মান জানিয়ে সালাম প্রদান করা হয়।

রক্তের বিনিময়ে অর্জিত এই মহান স্বাধীনতা চিরদিন অম্লান হয়ে থাকবে জাতির হৃদয়ে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।