বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ।
এর আগে বৃহস্পতিবার রাতে শহরের মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং জড়িতদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মাসুম আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)।
ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ জানান, অপহরণকারীরা ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে মালতিনগরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। অভিযান শেষে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। সেগুলোর মধ্যে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিভিন্ন বিদেশী ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম রয়েছে।
পরে আটক ব্যক্তিদের ও জব্দকৃত আলামত বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।