যশোরের বেনাপোলের ঘিবা গ্রামে একটি ডোবা থেকে আব্দুল আলিম (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে হাঁটার সময় ডোবায় লাশ ভাসতে দেখে বেনাপোল পোর্ট থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
আব্দুল আলিম বেনাপোল সাদিপুর গ্রামের সাহাদত আলীর ছেলে।
আব্দুল আলিমের ভাই ইব্রাহিম জানান, গত শনিবার আলিম নানার বাড়ি ঘিবা গ্রামে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। দুই দিন পর তার লাশ উদ্ধার হলো।
স্বজন ও স্থানীয়দের দাবি, আব্দুল আলিম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক মিলন হোসেন জানান, লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



