পেকুয়ায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনায় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Pekua
কুকুরের কামড়ে আহত
কুকুরের কামড়ে আহত |নয়া দিগন্ত

কক্সবাজারের পেকুয়ায় কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এভাবে কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনায় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ঘটনা ঘটে। প্রথমে আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করা হয়েছে।

আহতরা হলেন মাতবর পাড়ার নাছিরের ছেলে সাইদুর রহমান (৮), নতুনপাড়ার আবু ছিদ্দিকের ছেলে আলিফা (১৮ মাস), শওকতের ছেলে আবরার (৭), রিদুয়ানের মেয়ে আফিফা (৫), নুরুল আজিম (২৪), উত্তর মেহেরনামা গ্রামের মরহুম আহমদ ডিলারের ছেলে কামাল হোসেন (৭০), উত্তর মেহেরনামা গ্রামের ছরওয়ারের মেয়ে ফারিহা ইসরাত জারিয়া (৯), মাতবরপাড়ার আলমগীরের ছেলে সুমন (১৬), আবদুল আজিজ (১১), জাইমা (২), আরিয়ান (৬), পারভীন (৩৮), রিয়া মণি (১১), শাহীন আলম (১২), দিলোয়ারা বেগম (৭০)। আহত অন্য তিন জনের নাম পাওয়া যায়নি।

পেকুয়া সরকারী হাসপাতাল সূত্রে জানা যায়, ওই সময়ে একটি কুকুর পেকুয়া আন্নরআলী মাতবরপাড়া, নতুনপাড়া ও আহমদ ডিলার চৌমুহনী, তেলিয়াকাটা, উত্তর মেহেরনামাসহ বিভিন্ন এলাকায় হানা দেয়। এ সময় শিশু, বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়।

পেকুয়া সরকারি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তৌহিদুল ইসলাম জানান, বিকেলের দিকে কুকুরের কামড়ে আহত ২০ জনকে ভর্তি করা হয়েছে। আহতদের কোমরে, পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। তাদেরকে ভ্যাকসিন দেয়া হয়েছে। চিকিৎসা চলমান রয়েছে। আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।’