রাজাবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় তেল পাম্পের শ্রমিক রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। এরই প্রতিবাদে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফরিদপুরের কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়। ওই বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে সাধারণ মানুষও অংশ নেন।
নিহত রিপন সাহা (৩০) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে এবং কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ২০১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী।
এর আগে, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাতে করিম ফিলিং স্টেশনে একটি জিপ প্রায় পাঁচ হাজার টাকার তেল নিয়ে টাকা না দিয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। টাকা দাবি করার সময় রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিলে গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপন সাহা নিহত হন।
এ ঘটনায় অভিযুক্ত গাড়ির মালিক রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন (৫৫) ও গাড়িচালক কামাল হোসেনকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শুধু গ্রেফতার যথেষ্ট নয়, এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা হত্যাকারীদের মৃত্যুদণ্ড প্রদানের দাবি জানান।
কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইমুর রহমান সিয়াম বলেন, ‘প্রকাশ্যে একজন মানুষকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে এমন ঘটনার বিচার চাইতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’



