ফেনী জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে ফেনী ন্যাশনাল কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো: আবদুল হালিমের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক তাসমিন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী মনির, পরিচালক (প্রশাসন) বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডা. খান মো: আসাদুল্লাহ হেল গালিব, জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম সামছুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী।
এছাড়া বক্তব্য দেন ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ফেনী জি এ একাডেমীর প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী, ফেনী সিটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এম মামুনুর রশিদ প্রমুখ।
জাফর উদ্দিন বলেন, ‘জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে স্টার লাইন গ্রুপ সহযোগিতা করেছে। ফেনী জেলায় সকল স্কুলকলেজের সাথে স্টার লাইন গ্রুপ সম্পৃক্ত থাকবে। শিক্ষার বিকল্প নাই। যেই এলাকার মানুষ যত বেশী শিক্ষিত ওই এলাকা ততবেশি এগিয়ে যাবে। আমরা চাই সারাদেশের মধ্যে ফেনী শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবে। স্টার লাইন গ্রুপ ব্যবসার পাশাপাশি শিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকি। আমরা এটি ধরে রাখতে চাই। শিক্ষকদের পরামর্শ নিয়ে আগামীদিনেও ফেনী ন্যাশনাল কলেজকে এগিয়ে নিতে চাই। একইসাথে আগামী প্রজন্মও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।’
আসাদুল্লাহ হেল গালিব বলেন, ‘স্টার লাইনকে পরিবহনের একটি সেক্টর মনে করতাম। এখানে যোগদানের পর অনেক কিছু দেখতে পেলাম। মৌলিক চাহিদা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে একটি বিশাল হাসপাতাল করেছেন। শিক্ষার অভাব পূরণে কলেজ, স্কুল, মাদরাসা করেছেন। ফেনী ন্যাশনাল কলেজে শিক্ষার মানসম্মত পরিবেশ রয়েছে। শিক্ষার্থীদের ভালোভাবে গড়তে সবধরনের প্রচেষ্টা চালানো হবে।’
এ টি এম সামছুল হক চৌধুরী বলেন, ‘ফেনী ম্যাশনাল কলেজ নতুন নয়। এই কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে অনুষ্ঠানাদিতে শিক্ষকরা অংশ নিয়েছেন। স্টার লাইন গ্রুপের শুধু কলেজ নয়, স্কুল-মাদরাসার পাশাপাশি পরিবহন, ফুড প্রোভাক্টস, হাসপাতালসহ তাদের কার্যক্রমের বিস্তৃতি ঘটেছে। জেলার বেসরকারি কলেজের মধ্যে যাতে অন্যতম হয় সেই ব্যাপারে শিক্ষকসহ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।’