চুয়াডাঙ্গার জীবননগরে মহাসড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে সংঘবদ্ধ ডাকাতি হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার দিকে সন্তোষপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল লুট হয়েছে।
জানা যায়, ভোরে সাত থেকে আটজনের একটি সশস্ত্র ডাকাত দল রাস্তার পাশের দু’টি গাছ কেটে মহাসড়কে ফেলে প্রথমে একটি পিকআপ ভ্যান থামায়। ড্রাইভারের টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার পর গাড়িটিকে ব্যারিকেড হিসেবে রেখে দেয়। কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন সেখানে পৌঁছালে ডাকাতরা চাপাতি ও লাঠিসহ হামলা চালিয়ে বাসের নিয়ন্ত্রণ নেন। ড্রাইভার ফয়সালকে লাঠি দিয়ে আঘাত করে বাসটি মহাসড়ক থেকে আন্দুলবাড়িয়া বাইপাস সড়কের ইকোপার্কের সামনে নিয়ে যান তারা। সেখানে যাত্রীদের কাছ থেকে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র লুট করে বাসের দু’টি জানালা ভাঙচুর করে পালিয়ে যান।
ঢাকাগামী পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করে জানান, জীবননগর থানার পুলিশ রাতে টহল দিলেও জনবল কম হওয়ায় দ্রুত ব্যবস্থা নিতে পারে না, এ কারণেই এ এলাকায় বারবার ডাকাতি ঘটছে।
স্থানীয়রাও জানান, নির্জন সড়ক হওয়ায় ডাকাতরা সহজেই মাঠপথে পালিয়ে যায়।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, ভোর ৪টা পর্যন্ত টহল ছিল। আজানের পর ফোর্স অন্যত্র চলে যায়— এ সুযোগটাই ডাকাতরা নিয়েছে।
তিনি আরো জানান, পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



