বড়াইগ্রামে চাড়িতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বাড়ির আঙিনায় রাখা চাড়ির পানিতে পড়ে দেড় বছর বয়সী শিশু আলী হোসেনের মৃত্যু হয়েছে।

মন্তাজুর রহমান রানা, বড়াইগ্রাম (নাটোর)

Location :

Natore
নাটোর জেলার ম্যাপ
নাটোর জেলার ম্যাপ |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে বাড়ির আঙ্গিনায় রাখা চাড়ির পানিতে ডুবে আলী হোসেন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার জোনাইল ইউনিয়নের দ্বারিকুশী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আলী হোসেন দ্বারিকুশী গ্রামের নাইম হোসেনের ছেলে।

স্থানীয় ওয়ার্ড সদস্য সাহেদ আলী জানান, বাড়ির আঙ্গিনায় পুকুরে খাবার দেয়ার কাজে ব্যবহৃত একটি চাড়িতে পানি-ভর্তি ছিল। এ সময় আলী হোসেনকে উঠানে খেলতে দিয়ে তার মা গৃহস্থালী কাজ করছিলেন। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা চাড়ির পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।