রংপুরে বিএনপি-জামায়াতের স্থানীয় নেতাদের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

রোববার (১৮ জানুয়ারি) রংপুর মহানগরীর গ্রান্ড প্যালেস হোটেলে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ বৈঠক হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে জামায়াতের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
রংপুরে জামায়াতের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক |নয়া দিগন্ত

রংপুরে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দের সাথে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (১৮ জানুয়ারি) রংপুর মহানগরীর গ্রান্ড প্যালেস হোটেলে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ বৈঠক হয়।

বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় সদস্য মাহবুবার রহমান বেলালের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন জেলা আমির ও রংপুর-৫ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী, নীলফামারী-২ আসনের এমপি প্রার্থী হাফেজ মুত্তাকিন, রংপুর মহানগর আমির এ টি এম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, জেলা সেক্রেটারি এনামুল হক প্রমুখ।

বৈঠক শেষে সংবাদিককদের সাথে কথা বলেন জামায়াত নেতা মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, ‘চীনা রাষ্ট্রদূত তার টিম নিয়ে রংপুর সফরে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পৃথক পৃথক বৈঠক করেছেন। বৈঠকে তিনি আমাদের কাছে জানতে চান নির্বাচনী পরিবেশ কেমন, নির্বাচনে কি হবে, কতটুকু আস্থাবান। জবাবে আমরা তাকে বলেছি, জাতি চাচ্ছে নির্বাচনটা যেন হয়। একটা গণতান্ত্রিক কাঠামোতে আমাদের যেতে হবে। জামায়াত দৃঢ়ভাবে আশাবাদী যে নির্বাচন হবে এবং হতেই হবে। এজন্য আমরা কাজ করছি।‘

বেলাল আরো বলেন, ‘লেবেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে জানতে চাইলে আমরা তাকে ইনফর্ম করি, অনেক ক্ষেত্রে লেবেলে প্লেয়িং ফিল্ড ব্যহত হচ্ছে। কারণ রংপুরের প্রশাসনে কিছু আমলা আছে। যারা আগের সরকারের লোক। তারা হয়তোবা নির্বাচন ভালো হোক সেটা চাচ্ছে না। এজন্য তারা বিভিন্ন সমস্যা করছে। আবার কিছু আমলা একটি বিশেষ দলের পক্ষেও রোল প্লে করছে। যাতে লেভেলে প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।’

অন্যদিকে বিএনপি চেয়ারম্যানের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা তাজবীরুল ইসলামের নেতৃত্বে তিন সদেস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ‘তারা এখানে (রংপুরে) এসেছেন। সব পালিটিক্যাল পার্টির সাথে কথা বলছেন। বিএনপি একটি পলিটিক্যাল পার্টি। তিনি আমাদের ডেকেছিলেন। উনি প্রথমেই আমাদের কাছে ইলেকশনের বিষয়ে জানতে চান। আমরা তাকে বলেছি আমাদের পজিশন মোটামুটি ভালো। এবং আমরা ভেরি হোপফুল।’

সোমবার (১৯ জানুয়ারি) চীনা রাষ্ট্রদূতের তিস্তা নদী পরিদর্শনের কথা রয়েছে। সাথে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।