পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী বলেছেন, ‘জনগণের কাছে ন্যায়ের পক্ষে ভোট চাই।’
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে পিরোজপুরের কাউখালি সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে পিরোজপুর-২ আসনের কাউখালি উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন-২৫ এ তিনি এ কথা বলেন।
জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেন, ‘আগামী নির্বাচনকে এবাদত মনে করে কাজ করতে হবে। আমাদের নেতাকর্মীদের আচার-আচরণে কোনো মানুষ যেন কষ্ট না পায়। সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।’
কাউখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা ও অঞ্চল টিম সদস্য এ কে এম ফকরুদ্দিন খান রাযী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মো: জহিরুল হক।
এ সময় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি শেখ আব্দর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ছাইদুর কবির বশির।