বরগুনার বামনায় যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত নারী মাদক কারবারি সালমা পারভীনকে (৪৫) মাদক বিক্রির নগদ ৬৪ হাজার চারশত আশি টাকা, ৬৫ পিচ ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও পাঁচটি মোবাইল, ইয়াবা সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের তুলাতলা বাজার এলাকার কালীকাবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে নৌ গোয়েন্দা নজরদারির তৎপরতায় চিহ্নিত মাদক কারবারি সালমা পারভীনকে যৌথঅভিযানে গ্রেফতার করা হয়। এ সময় সালমাকে মাদক বিক্রির নগদ ৬৪ হাজার চারশত আশি টাকা, ৬৫ পিচ ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও পাঁচটি মোবাইল, ইয়াবা সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো: আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত চিহ্নিত নারী মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। থানার এস আই আমিনুল ইসলামকে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।



