নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহর মাইজদীতে এক সমাবেশের অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
অনুষ্ঠানে যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠানে যুবদলের নেতাকর্মীরা |নয়া দিগন্ত

নোয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহর মাইজদীতে এক সমাবেশের অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুবদলের জেলা সেক্রেটারি নুরুল আমিন খান প্রমুখ।