শ্রীনগরে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার

সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর থানার দক্ষিণ জশুরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Sreenagar
আটক রোকসনা বেগম
আটক রোকসনা বেগম |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ রোকসনা বেগম (৪৯) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর থানার দক্ষিণ জশুরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি শ্রীনগর উপজেলার স্যামসুদ্দি এলাকার বাসিন্দা। তার স্বামী মরহুম আলাউদ্দিন।

র‌্যাব জানায়, অভিযানে প্রায় ২১ হাজার ৬০০ টাকা মূল্যের ৭২ পিস ইয়াবা ট্যাবলেট এবং আনুমানিক এক হাজার টাকা মূল্যের ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রোকসনা বেগমকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, রোকসনা বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি শেষে তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।