জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ‘ডা. এ কে এম ফজলুল হক সমাজসেবায় দীর্ঘদিন ধরে অনন্য ভূমিকা পালন করে আসছেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো, দরিদ্রদের সহায়তা এবং মানবিক মূল্যবোধ তার কাজের মূল ভিত্তি। এলাকার উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে তাকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করা সময়ের দাবি।’
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা: এ কে এম ফজলুল হকের সমর্থনে অনুষ্ঠিত কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও নির্বাচন কমিটির সদস্য সচিব তৌহিদ আজাদের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী ডা: এ কে এম ফজলুল হক।
তিনি বলেন, ‘আমি চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করা আমার জীবনের লক্ষ্য। এই এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা, রাস্তা-ঘাট, পানি-নিষ্কাশনসহ জনকল্যাণমূলক কাজকে আরও বিস্তৃত করতে চায়।’
এতে আরো বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, চট্টগ্রাম মহানগর আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, কোতোয়ালি থানা আমির হোছাইন, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, আদর্শ শিক্ষক ফেডারেশন সেক্রেটারি আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।
সম্মেলনে বিভিন্ন কেন্দ্র ও ওয়ার্ডের প্রতিনিধি, দায়িত্বশীল ও তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। তারা ডা: এ কে এম ফজলুল হকের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।



