মাদারীপুরে ৮ ব্যবসা-প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সরকারিভাবে সহায়তার চেয়েছেন তারা।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ে স্বর্ণের দোকানসহ আটটি ব্যবসা-প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে।
মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ে স্বর্ণের দোকানসহ আটটি ব্যবসা-প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। |নয়া দিগন্ত

মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ে স্বর্ণের দোকানসহ আটটি ব্যবসা-প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার রাত ২টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওই বাজারের মুন্সি ডেকোরেটর নামের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। রাস্তা দিয়ে যাতায়াতকারী এক ব্যক্তি প্রথমে আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কিন্তু এর আগেই মুদি দোকান, ডেকোরেটর, স্বর্ণের দোকান, ফার্মেসি, কাপড়ের দোকানসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সরকারিভাবে সহায়তার চেয়েছেন তারা।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, মার্কেটের ভেতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।