পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেলআরোহী নিহত

নিহত দুলাল মিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি এবং শাহাব উদ্দিন একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Pakundia
মাইক্রোবাসের ধাক্কায় দুলাল মিয়া ও শাহাব উদ্দিন নিহত
মাইক্রোবাসের ধাক্কায় দুলাল মিয়া ও শাহাব উদ্দিন নিহত |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় দুলাল মিয়া (৪৫) ও শাহাব উদ্দিন (৫৫) নামে দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সাব্বির (২৫) নামে আরো এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি এবং শাহাব উদ্দিন একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি বাসের পেছনে একটি মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলআরোহী তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়া মারা যান এবং শাহাবুদ্দিন স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও, উপজেলার চরটেকি গ্রামের নজরুল ইসলামের ছেলে গুরুতর আহত সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সুজায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’