গুরুদাসপুরে ২ সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বাকপ্রতিবন্ধী সালেহার

সোমবার (১৪ এপ্রিল) সকালে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত সন্ধান পায়নি তার পরিবার।

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নিখোঁজ সালেহা বেগম
নিখোঁজ সালেহা বেগম |ছবি - নয়া দিগন্ত

নিখোঁজের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নাটোরের গুরুদাসপুরের ষাটোর্ধ্ব বাকপ্রতিবন্ধী সালেহা বেগমের। তাকে খুঁজে পেতে গত ২২ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবারে সদস্যরা। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার যোগেন্দ্র নগর গ্রাম থেকে নিখোঁজ হন তিনি।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, নিঃসন্তান সালেহা বেগম (৬৩) উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্র নগর গ্রামের মরহুম শাহাদ আলী ও জামেলা বেগমের মেয়ে। ১৪ এপ্রিল সকালে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত সন্ধান পায়নি তার পরিবার। সালেহা বেগমের নাকের ওপর বড় একটি তিল রয়েছে। তার মাথার চুল সাদা-কালো, গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন ৫০ কেজি।

নিখোঁজের ভাই আব্দুস সালাম বলেন, ‘আমার বোন কথা বলতে পারেন না। তবে ইশারা-ইঙ্গিতে শব্দ করে মনের ভাব প্রকাশ করতে পারেন। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান তাহলে ০১৭৪৫-৭৪১৮৩৮ অথবা সানোয়ার হোসেন ঠান্টুর (বোনের ছেলে) ০১৭৭৬-১৮৬৩৪০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করছি।’

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ কাজ করছে। পাশাপাশি কোনো ব্যক্তি তার সন্ধান পেলে থানায় অথবা উপরে উল্লেখিত নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।