অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ ওঠায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (৭ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে খাগড়াছড়ি জেলা পরিষদের ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ শিক্ষক বদলি-বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ-বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দাখিল হয়েছে। এসব অভিযোগ তদন্তাধীন রয়েছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হলো।
খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটা চিঠি পেয়েছি। তাতে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।’
এর আগে, গত বছরের ৭ নভেম্বর এক প্রজ্ঞাপন জারি করে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ঘোষণা করে ১৫ সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। দায়িত্ব গ্রহণের পর থেকে নানা অপকর্মের কারণে বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পরে জিরুনা ত্রিপুরা।