ইসলামী বাংকের ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ করেনি আফাকু কোল্ড স্টোরেজ

চূড়ান্ত কলব্যাক নোটিশ দেয়া হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura

ইসলামী ব্যাংক বগুড়া শহরের বড়গোলা শাখা ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধে চূড়ান্ত কলব্যাক নোটিশ দিলেও কোনো টাকা জমা দেয়নি বগুড়ার শিবগঞ্জের আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড কর্তৃপক্ষ।

গত ৩ ডিসেম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বগুড়া সদরের বড়গোলা শাখার ব্যবস্থাপক স্বাক্ষরিত চূড়ান্ত কলব্যাক নোটিশ দেয়া হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে। ওই নোটিশে ১৮ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে খেলাপি ঋণের পুরো টাকা পরিশোধ করতে বলা হয়। কিন্তু নোটিশের সময়সীমা পার হওয়ার তিন দিন গত হলেও কোনো টাকা ব্যাংকে জমা দেয়া হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

নোটিশে আরো উল্লেখ করা হয়, লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে খেলাপি ঋণ পরিশোধ করা হচ্ছে না।

অভিযোগ রয়েছে, হাসিনার পতনের পর তার দোসর আফাকুর ব্যবস্থাপনা পরিচালক ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ বি এম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী আমেরিকায় পালিয়ে যান। এসময় শাহজাহান চেধুরীর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ঋণ পুনঃতফসিলের অপচেষ্টা চালায় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ, যা আদালতের নির্দেশে বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তাধীন।

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনে উল্লেখ রয়েছে, আফাকুর ব্যবস্থাপনা পরিচালক ১৯ আগস্ট ২০২৪ থেকে আমেরিকায় পলাতক। অথচ ব্যাংকে জমা দেয়া রেজুলেশনে পলাতক অবস্থায় তার উপস্থিতিতে ১ ডিসেম্বর ২০২৪ তারিখে আফাকু কোল্ড স্টোরেজের সভা অনুষ্ঠান দেখানো হয়েছে।

এ প্রসঙ্গে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মাহফুজ ইকবাল জানান, আদালতের নির্দেশনা তারা হাতে পেয়েছেন। ইতোমধ্যেই তা অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

ইসলামী ব্যাংক বড়গোলা শাখার প্রধান সুলতান মাহমুদ জানান, সব বিষয় খতিয়ে দেখে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।