মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত এবং আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
সোমবার সন্ধ্যায় মাদারীপুর-শরিয়তপুর মহাসড়কের সদর উপজেলার সিদ্দিকখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামের কালু বেপারীর ছেলে।
জানা যায়, সন্ধ্যায় সিদ্দিকখোলা এলাকায় বাইসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল আব্দুল্লাহ। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল চালক ও মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। তাদের তিনজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আদিল হোসেন জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে দুইপক্ষের উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।



