রায়পুরায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

সেখান থেকে ৫টি একনলা বন্দুক, ১০টি বুলেট সীসা কার্তুজ, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
উদ্ধার অস্ত্র
উদ্ধার অস্ত্র |নয়া দিগন্ত

নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে একনলা বন্দুক, গুলি ও ককটেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রায়পুরা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস) সুজন চন্দ্র সরকার।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় সন্ত্রাসীরা অবস্থান নিয়ে গুলাগুলি ও ককটেল বিস্ফোরণ করছে বলে জানা যায়। এতে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আদিল মাহমুদ ও তদন্ত পরিদর্শক প্রবীর কুমার ঘোষসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়।

অভিযানকালে উদ্ধারকৃত অস্ত্র ওই এলাকার একটি বসতবাড়ির পেছনের ছোট পাকা ঘরে রাখা ছিল। সেখান থেকে ৫টি একনলা বন্দুক, ১০টি বুলেট সীসা কার্তুজ, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, ‘অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গত সপ্তাহেও রায়পুরায় পৃথক অভিযানে ৭টি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল ও দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’