ধানের শীষ জয়যুক্ত হলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে। আমরা অতীতে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেছেন খাগড়াছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে জেলা শহরের মুক্ত মঞ্চে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথম নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
দেশের বিগত দিনের তুলনায় ব্যাপক পরিবর্তনের জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা কার্ডসহ উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
একই সাথে পাহাড়ি-বাঙালির ভাগ্য বদলে পার্বত্য চট্টগ্রামে ভিন্ন ভিন্ন প্রকল্প হাতে নিয়ে পাহাড়ের বসবাসরতদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে অঙ্গীকার ব্যক্ত করেন।
পাহাড়ের অস্ত্রধারীদের হুশিয়ারি দিয়ে তিনি পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বন্ধনের গুরুত্ব আরোপ করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য সন্ত্রাসীদের অস্ত্রকে উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে পাহাড়া দিয়ে ভোট কেন্দ্র নিরাপদ রাখতে হবে। যুবক বৃদ্ধ সকল ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সে সহযোগীতা করতে হবে।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেনসহ মারমা সম্প্রদায়ের প্রতিনিধিরা।



