বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাইতে আসছি। আমি যদি সুযোগ পাই তাহলে আমার প্রথম কাজ হবে দাগনভূঞাতে চুরি, বদমায়েশি, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ করা।’
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে দাগনভূঞা উপজেলার বৈরাগীর বাজারে ধানের শীষের সমর্থনে তিনি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমার বাবা আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমার জানামতে আজ পর্যন্ত দাগনভূঞার কোন লোক বলে নাই যে- তিনি কারো সাথে ব্যবহার ভালো করে নাই। উনি জীবনের শেষদিন পর্যন্ত এ দাগনভূঞার মানুষের জন্য কাজ করে নাই এমন কথা কেউ বলতে পারবে না। আমি আপনাদের এ কথা বলতে পারি যে, আমি আমার বাবার পদাঙ্ক অনুসরণ করবো। আপনারা সবসময় আমাকে পাশে পাবেন। তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের এখানে আমি ইনশাআল্লাহ সংসদ নির্বাচন করবো। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে আপনারা আমাকে সবসময় পাশে পাবেন।’
পথসভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আকবর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর তিনি উপজেলার কোরাইশ মুনশী বাজার, দরবেশের হাট, রাজাপুর বাজার ও গজারিয়া বাজারের পথসভায় বক্তব্য রাখেন।
প্রসঙ্গত: দলীয় মনোনয়ন ঘোষণার পর বৃহস্পতিবার দুপুরে তিনি নিজ এলাকায় আসেন এবং বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন। শনিবার সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেবেন।



