রাজশাহীতে ৫ দিনের রিমান্ডে অনিন্দ্য ও তার সহযোগীরা

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার মোন্তাসেরুল আলম অনিন্দ্যসহ (৩৩) তার দুই সহযোগীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
এর আগে বিপুল পরিমাণ অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়
এর আগে বিপুল পরিমাণ অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয় |নয়া দিগন্ত

রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার মোন্তাসেরুল আলম অনিন্দ্যসহ (৩৩) তার দুই সহযোগীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ আগস্ট) দুপুরে শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আবদুর রফিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, আসামিদের দুপুরে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন। জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তিনি। পরে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।

আবদুর রফিক জানান, আসামিপক্ষ জামিনের আবেদন করেছিল। কিন্তু আদালত তা নামঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হলে তদন্ত কর্মকর্তা আসামিদের থানায় নিয়ে যান।

এর আগে রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার মোন্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) এবং তার দুই সহযোগী মো: রবিন (২৮) ও মো: ফয়সালের (৩০) বিরুদ্ধে থানায় মামলা হয়। শনিবার দিবাগত রাতে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ গণমাধ্যমকে জানান, নতুন করে করা মামলায় তিনজনকেই গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া অন্য কোনো মামলায় এখনো তাদের গ্রেফতার দেখানো হয়নি।

জানা যায়, গ্রেফতার অনিন্দ্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। এছাড়া অনিন্দ্য ‘ডক্টর ইংলিশ’ নামে কোচিং সেন্টারের মালিক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র (অপসারিত ও পলাতক) এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।

তবে বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও চাচাতো ভাই আওয়ামী লীগের নেতা লিটনের কথা মতো কাজ করতেন অনিন্দ্য।

শনিবার সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আওয়ামী লীগ নেতা লিটনদের পৈতৃক বাড়িতে স্থাপিত ডক্টর ইংলিশ কোচিং সেন্টারে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। যৌথ অভিযানে অনিন্দ্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দুরবিন, জিপিএস, স্নাইপার স্কোপ, দেশীয় অস্ত্র, বিদেশী ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকি-টকি সেট, টিজার গান, অব্যবহৃত সিম কার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, দেশী-বিদেশী মদ ও নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড এবং একই বছরের জুলাইয়ে গুলশানের হোলি আর্টিজান হামলার ঘটনায় ‘সন্দেহভাজন উগ্রবাদী’ হিসেবে গ্রেফতার হয়েছিলেন অনিন্দ্য। পরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল তাকে। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি ওই দুটি মামলা থেকে পার পেয়ে যান।

এদিকে ওই দুই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া উগ্রবাদী শরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অনিন্দ্যের সাথে পড়াশোনা করতেন। গ্রেফতারের পর শরিফুল জানিয়েছিলেন, তিনি অনিন্দ্যের মাধ্যমেই আনসার-আল ইসলামে যোগ দিয়েছিলেন। আর তাদের দায়িত্বপ্রাপ্ত নেতা অনিন্দ্য।