ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছেন দলীয় নেতাকর্মীরা।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ক্রয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, জেলা বিএনপি নেতা মোস্তফা জামান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহম তাইফুর আলম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন সরকারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র ক্রয় শেষে বিএনপি নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন এটাই তাদের প্রত্যাশা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলীয় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করতে হবে।
তারা আরো বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে বিএনপি সংগঠিতভাবে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।



