মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সীমান্ত দিয়ে ফের ১৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)।
শুক্রবার (৩০ মে) ভোরে উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগীছড়া থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জাকারিয়া।
আটককৃতদের মধ্যে শিশুসহ নারী-পুরুষ রয়েছে। আটককৃতদের বাগীছড়া বিওপি ও চাম্পাছড়া বিওপিতে রেখে তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানায় বিজিবি।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জাকারিয়া নয়া দিগন্তকে বলেন, ‘শুক্রবার ভোরে ১৯ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। ভোর ৪টার দিকে কমলগঞ্জের বাগীছড়া সীমান্ত থেকে পাঁচজন এবং সকাল ৭টার দিকে চাম্পাছড়া সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে বিজিবি’র টহলদল আটক করে।’
তিনি বলেন, ‘আটকদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তারা বাংলাদেশী নাগরিক। সবকিছু শেষ করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।’
এর আগে, গত সোমবার (২৬ মে) নারী-শিশুসহ ২১ বাংলাদেশীকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।