বগুড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল

শুক্রবার জুমার নামাজ শেষে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসিজেদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল |নয়া দিগন্ত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করেছে বগুড়া জেলা বিএনপি। এতে নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসিজেদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়ায় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, যুগ্ম সম্পাদক এ কে এম তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বিএনপি নেতা হুমায়ুন কবির গেদা, মাওলানা ফজলে রাব্বী তোহা, শামীম রেজা, সাবেক যুবদল নেতা খাদেমুল ইসলাম খাদেম, সাবেক ছাত্রদল নেতা হাসানুজ্জামান পলাশ, কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ও ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় দোয়া পরিচালনা করেন খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।