সাদাকে সাদা আর কালোকে কালো বলার আহ্বান মাহফুজুর রহমানের

মহাদেবপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে ও শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মো: ইউসুফ আলী সোনার।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Mohadevpur
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান |নয়া দিগন্ত

‘সাদাকে সাদা কালোকে কালো’ বলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা উত্তর মহানগরীর সহকারী সেক্রেটারি এবং নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো: মাহফুজুর রহমান।

সোমবার (৪ আগস্ট) বাদ মাগরিব নওগাঁর মহাদেবপুর বাসস্ট্যান্ড এমএফসি ওয়ান স্পাইসি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি মাওলানা মাহফুজুর রহমান বলেন, ‘বর্তমান সমাজে বিভিন্ন অনিয়ম হচ্ছে। এই অন্যায় গুলোকে আপনারা মিডিয়ার মাধ্যমে জাতির সামনে তুলে ধরুন। আমরা যদি কোনো অন্যায় করি সেটাও আপনারা তুলে ধরুন। যাতে আমরা সংশোধন হতে পারি। শুধু আমরা নয়, যে কেউ অন্যায় করুক তা আপনারা জাতির সামনে তুলে ধরুন।’

মহাদেবপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে ও শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মো: ইউসুফ আলী সোনার, রফিকুল ইসলাম, মাওলানা আরিফ মোল্লা, মাওলানা আশরাফুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম ও মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।