গলাচিপা উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের মুখোমুখি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন শুক্রবার (১৩ জুন) সকাল থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে। এ অবস্থায় গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামী উভয় পক্ষকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সতর্কতা অবলম্বন ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গলাচিপা উপজেলা আমির ডা: মাওলানা মো: জাকির হোসেন এক বিবৃতিতে এ আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর বিবৃতির হুবহু নিচে তুলে ধরা হলো-
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
গলাচিপায় বর্তমানে বিরাজমান রাজনৈতিক উত্তেজনা ও ১৪৪ ধারা জারির প্রেক্ষাপটে, গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতারাসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধারণ ও সহনশীল আচরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার স্বার্থে সকল রাজনৈতিক বক্তব্য ও শব্দচয়নে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আমরা মনে করি, মতপার্থক্য গণতন্ত্রেরই অংশ কিন্তু সে ভিন্নমত যেন কখনো আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের কারণ না হয়।
রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, তবে তা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং আইনের সীমার মধ্যে থেকেই সমাধান হওয়া উচিত। একটি স্থিতিশীল ও সহনশীল পরিবেশ গড়ে তোলার লক্ষে গলাচিপার সকল রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত।
আমরা চাই, আমাদের প্রিয় গলাচিপা অঞ্চল শান্তিপূর্ণ থাকুক। সকল রাজনৈতিক শক্তি সংযত ও দায়িত্বশীল আচরণ করুক।
গণতন্ত্র রক্ষা করুন, শান্তি বজায় রাখুন। আসুন, আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক ও সহনশীল সমাজ গড়ে তুলি।