মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ২০২৪-এর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসক যুগ্ম সচিব ড. মানোয়ার হোসেন মোল্লা জুলাই গণঅভ্যুখানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।
এ সময় মোট ৫৪ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে আহত ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের এই মহান যোদ্ধাদের সাথে সরকার আছে এবং থাকবে। তাদের প্রয়োজনে আমরা সর্বক্ষণ পাশেই থাকব। যারা বাদ পড়েছেন, তারা যোগাযোগ করবেন যাচাই-বাছাই করে তাদের বিষয়েও সিদ্ধান্ত হবে। তবে কোনো অপরাধী বা বিপ্লববিরোধী কেউ যেন কোনোভাবেই এতে ঢুকে পড়তে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হাসান, এডিসি জেনারেল মো: আতিকুল মামুন, এডিসি রেভিনিউ মোহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউস সারেরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মো: শাহানুর ইসলাম।
এছাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আহম্মেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ জেলা সম্পাদক পরিষদের সভাপতি মো: শহিদুল ইসলাম সুজন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুর মোমিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর খালেক শুভ, সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।