সাংবাদিক তুরাব হত্যার বিচার দাবিতে সিলেটে বিপিজেএ’র স্মারকলিপি

নেতৃবৃন্দএটিএম তুরাব হত্যায় জড়িত সকল আসামিকে গ্রেফতার ও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সাংবাদিক তুরাব হত্যার বিচার দাবিতে সিলেটে বিপিজেএ’র স্মারকলিপি
সাংবাদিক তুরাব হত্যার বিচার দাবিতে সিলেটে বিপিজেএ’র স্মারকলিপি |ছবি : নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যায় জড়িত সকল আসামিকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে এই স্মারকলিপি দেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবীর পাভেল, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, নিবার্হী সদস্য আজমল আলী, সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন ও মালটিমিডিয়ার জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ পুলিশের গুলিতে দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এটিএম তুরাব হত্যায় জড়িত সকল আসামিকে গ্রেফতার ও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।