খাগড়াছড়িতে আবারো ১৪ জনকে পুশ ইন

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

খাগড়াছড়ি প্রতিনিধি
আবারো ১৪ জনকে পুশ ইন
আবারো ১৪ জনকে পুশ ইন |নয়া দিগন্ত

খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে আবারো ১৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৩০ মে) ভোরে তাদের দেখতে পেয়ে স্থানীয় প্রশাসন ও বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। পুশ ইন হয়ে আসা ব্যক্তিদের হেফাজতে নেয়ার পর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

স্থানীয়রা জানান, নারী ও শিশুসহ ১৪ জন মাটিরাঙ্গার তাইন্দং অংশে এসে তাদের বিএসএফ জোরপূর্বক পার করেছে বলে জানায়। ভারতের হরিয়ানা রাজ্য থেকে তাদের আটক করা হয়েছে বলে দাবি করেন তারা। খবর পেয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসন থেকে তাদের নিয়ে যাওয়া হয়।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘চার দফায় খাগড়াছড়িতে এক শ’ ১৮ জনকে পুশ ইন করা হয়েছে। সর্বশেষ শুক্রবার পুশ ইন করা ১৪ জনের পরিচয় শনাক্তের কাজ চলমান। এর আগে আসা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রামগড় সীমান্তে আসা ব্যক্তিদের মধ্যে একজন ভারতীয় নাগরিক শনাক্ত হওয়ায় আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।’

উল্লেখ্য, চলতি মাসের ৭ মে থেকে খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চার দফায় এক শ’ ১৮ জনকে পুশ ইন করেছে বিএসএফ।