মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ ছাত্রলীগ নেতা আটক

ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ওয়াজেদুল হক, মেহেরপুর

Location :

Meherpur
অস্ত্র ও গুলিসহ আটক ছাত্রলীগ নেতা।
অস্ত্র ও গুলিসহ আটক ছাত্রলীগ নেতা। |নয়া দিগন্ত

মেহেরপুরে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ নাহিদ হাসান নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (৩ ডিসেম্বর) ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নাহিদ মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা।

থানা সূত্রে জানা গেছে, ভোরে যৌথবাহিনীর অভিযানে তাকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক করা হয়। তার নামে মামলা করে আদালতে পাঠাতে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনীর অভিযান টিম।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক নাহিদ হাসানের নামে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অস্ত্র মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।