ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খাগড়াছড়িতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার (৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে জনসমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীনচন্দ্র চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদূদ ভুইয়া।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ সরকারের মেয়াদে খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, জুলুম ও চরম নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে। গণঅভ্যুত্থানের পর কুচক্রী আওয়ামী লীগ পাহাড়ি ও বাঙালির মাঝে সম্প্রীতি বিনষ্ট করতে মরিয়া হয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। স্বৈরাচারী সরকার পালিয়ে গেছে, আমরা নতুন করে আর কোনো স্বৈরাচার সৃষ্টি হতে দেব না।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছারযু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা প্রমুখ।
এ সময় গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের কথা স্মরণ করে তাদের রক্ত যাতে বৃথা না যায় সেদিকে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে নয়টি উপজেলা ও তিনটি পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।