রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: নাসিরুল হক সাবু।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাতুল হকের কার্যালয় থেকে নাসিরুল হকের পক্ষে একটি প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করে।
জানা গেছে, চলমান তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময় প্রার্থীদের মনোনয়নপত্রের সাথে নির্বাচন আচরণবিধি ও প্রয়োজনীয় নির্দেশনাপত্র প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ী-২ আসনে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন, সৎ ও যোগ্য নেতা মো: নাসিরুল হক সাবুর মনোনয়ন সংগ্রহকে ঘিরে স্থানীয়ভাবে রাজবাড়ীর রাজনীতিতে নানা আলোচনা শুরু হয়েছে।
তিনি ১৯৯৬ সালে পাংশা উপজেলার সাবেক চেয়ারম্যান ও ২০০১ সালে রাজবাড়ী-২ আসনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন।
সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে নাসিরুল হক জানান, রাজবাড়ী-২ আসনের সব উপজেলা ও ইউনিয়নের অধিকাংশ ইউনিট তার সাথে ঐক্যমত পোষণ করে কাজ করছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসে চূড়ান্ত মনোনয়ন দেয়ার সময় তিনিই রাজবাড়ী-২ থেকে মনোনয়ন পাবেন।’



