সাভারে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় জামায়াতের দোয়া

‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রসেনানী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার সাথে যারা যেভাবে জড়িত, মূল হত্যাকারীসহ প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। হাদির বিচার না হলে বাংলাদেশ ব্যর্থ হবে, জাতি ব্যর্থ হবে।’

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় জামায়াতের দোয়া
সাভারে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় জামায়াতের দোয়া |নয়া দিগন্ত

ভারতীয় আধিপত্যবাদবিরোধী বিপ্লবী নেতা, জুলাই বিপ্লবের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) আসরের নামাজ পর সাভার পৌর এলাকার একটি কলেজের অডিটোরিয়ামে দোয়ার আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি এবং ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মো: আফজাল হোসাইন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা জেলার আইনবিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, ঢাকা জেলার প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমির আজিজুর রহমান, সাভার থানা আমির আব্দুল কাদের প্রমুখ।

ঢাকা জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ লুৎফর রহমান মোল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রসেনানী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার সাথে যারা যেভাবে জড়িত, মূল হত্যাকারীসহ প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। হাদির বিচার না হলে বাংলাদেশ ব্যর্থ হবে, জাতি ব্যর্থ হবে।’

তিনি আরো বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির সামনে যে বক্তব্য দিয়েছেন, জাতির সামনে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পালনে তাকে সচেষ্ট থাকতে হবে।’

এ সময় তিনি সরকারের কাছে শহীদ শরিফ ওসমান হাদির মাকে সরকারিভাবে মর্যাদা দেয়ার আহ্বান জানান।