হাতিয়ায় চোরাই কয়লা ও কার্গোবোটসহ আটক ২

বিপুল পরিমাণ কয়লা চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে ক্রয় করা হয়েছিল এবং এগুলো পাচারের লক্ষ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
চোরাকারবারী আটক।
চোরাকারবারী আটক। |নয়া দিগন্ত

হাতিয়ায় বিপুল পরিমাণ চোরাই কয়লা ও চারটি কার্গোবোটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। জব্দকৃত কয়লার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আটকরা হলেন হাতিয়া উপজেলার চরকিং দাসের হাট কলাপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত (২৯) ও চরঈশ্বর ইউনিয়নের পুরান বাজার এলাকার মো: বেলাল হোসেনের ছেলে শাহেদ মিয়া (৩৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিয়াম-উল-হক জানান, ১ নভেম্বর শনিবার দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও রামগতিকর্তৃক হাতিয়া উপজেলার টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক চারটি ইঞ্জিনচালিত কাঠবডি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ১৪০ টন চোরাই কয়লা জব্দ করা হয়। এ সময় কয়লা পাচারের দায়ে দু’জন চোরাকারবারীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এ বিপুল পরিমাণ কয়লা চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে ক্রয় করা হয়েছিল এবং এগুলো পাচারের লক্ষ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত কয়লা চোরাই কাজে ব্যবহৃত চারটি বোট ও আটককৃত দু’জন পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।