জুলাই গণহত্যার বিচারের দাবিতে তা’মীরুল মিল্লাতে জুলাই দ্রোহ ও বিক্ষোভ মিছিল

‘২০২৪ সালের গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই খুনির বিচার না হলে ছাত্রসমাজ আবারো রাজপথে নামবে।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Tongi
গণহত্যার বিচারের দাবিতে জুলাই দ্রোহ ও বিক্ষোভ মিছিল
গণহত্যার বিচারের দাবিতে জুলাই দ্রোহ ও বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রাঙ্গণে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জুলাই দ্রোহ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) আয়োজনে এ কর্মসূচিতে শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।

এ সময় মাদরাসার প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে হোসেন মার্কেট হয়ে ফের মাদরাসা ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। তাদের মুখে শোনা যায় ‘লীগ ধর, জেলে ভর’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘গোপালগঞ্জে হামলার বিচার চাই’ এবং ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে।’

সমাবেশের সভাপতিত্ব ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মোহাম্মদ ইকবাল কবির।

এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন মাদরাসার উপাধ্যক্ষ ও প্রখ্যাত আলেম মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি (জিএস) সাইদুল ইসলাম।

উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান বলেন, ‘গত বছর এশিয়া পাম্প এলাকায় আমাদের ছাত্র হাফেজ নাসির ইসলাম শহীদ হন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং জুলাই হত্যার সাথে জড়িত সকল খুনির দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার জোর দাবি জানাই।’

ভিপি ইকবাল কবির বলেন, ‘২০২৪ সালের গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই খুনির বিচার না হলে ছাত্রসমাজ রাজপথে নামবে।’

জিএস সাইদুল ইসলাম বলেন, ‘শহীদ শাকিল ফারভেজ, ওসমান পাটোয়ারী ও নাসির ইসলামসহ দেশের সকল শহীদের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। সরকার যদি ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা না করে, তাহলে আমরা আবার টঙ্গী পশ্চিম থানা ঘেরাওসহ তীব্র আন্দোলন গড়ে তুলব।’