ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে পানিতে ডুবে যাওয়া নাতনিকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে দাদি আঁখি বেগমের (৬২) মৃত্যু হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে এলাকাবাসী পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মৃত আঁখি বেগম তুজারপুর গ্রামের পূর্ব পাড়ার আব্দুর রব শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে আঁখি বেগম তার নাতনিকে (ছেলের মেয়ে) মিথিলাকে (৬) নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। বর্ষা মৌসুম হওয়ায় ওই পুকুরের পানি মাঠের পানির সাথে একাকার হয়ে যাওয়ায় জায়গাটিতে পানির স্রোত ছিলো। স্রোতে নাতনি মিথিলা তলিয়ে গেলে দাদি আঁখি বেগম তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
এ সময় এলাকাবাসী মিথিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও দাদি আঁখি বেগমকে প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ৩০ ফুট দূরবর্তী স্থান থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।