রাজবাড়ীতে জামিনে মুক্ত যুবককে লক্ষ্য করে গুলি

রাজবাড়ীতে জামিনে মুক্ত যুবককে লক্ষ্য করে কারাগারের সামনে দুর্বৃত্তরা গুলি ছুড়লেও কেউ আহত হয়নি।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে
ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে |নয়া দিগন্ত

রাজবাড়ীতে জামিনে মুক্তিপ্রাপ্ত এক যুবককে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কারাগারের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামিনে মুক্তিপ্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের নয়ন মন্ডলকে লক্ষ্য করে তার প্রতিপক্ষ জেলা কারাগারের সামনের রাস্তায় অবৈধ অস্ত্র দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ সময় কারাগার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ গ্রুপের সাথে জামিনপ্রাপ্ত গ্রুপের বিরোধ চলমান রয়েছে। এ পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা নয়নের প্রাণনাশের উদ্দেশ্যে আক্রমণ চালায়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি নয়ন নামের এক যুবক সন্ধ্যায় কারাগার থেকে জামিনে মুক্তি পেলে তার প্রতিপক্ষ প্রাণনাশের জন্য তাকে লক্ষ্য করে গুলি করে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি জানতে পরে আমিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।