খুলনায় মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে খুলনা-৫ আসনের জন্য তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার মনোনয়নপত্র গ্রহণ করেন।
জমাকালে জামায়াত সেক্রেটারি জেনারেলের সাথে ছিলেন, খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন ও সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান। পরে খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা-৩ আসনে অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা-২ আসনে অ্যাডভোকেট জাহঙ্গীর হুসাইন হেলাল ও খুলনা-১ আসনে বাবু কৃষ্ণ নন্দী মনোনয়নপত্র জমা দেন।



